ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২৫ মার্চ ২০১৮

 কুমিল্লার তিতাস উপজেলায় হাজী মোহাম্মদ মনির হোসেন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাজী মনির জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তিনি তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামের আবদুল মফিজের ছেলে।

পুলিশ জানিয়েছে, হাজী মনিরের সঙ্গে স্থানীয় কিছু লোকের দীর্ঘদিন ধরে রাজনৈতিক, গোষ্ঠিগত ও ব্যক্তিগত বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে বলে জানিয়েছে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. সাখাওয়াত হোসেন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি