ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে বহুতল ভবনে বিস্ফোরণ, নিহত ১, আহত ৩(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৩৫, ২৫ মার্চ ২০১৮

ময়মনসিংহের ভালুকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্ফোরণের পর থেকে বাড়িটি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত রাত ১২টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় আর এস টাওয়ার নামে ছয় তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে জেগে ওঠে আশপাশের মানুষ। পরে ভবনটি থেকে ধোয়া বের হতে দেখা যায়।

বিস্ফোরণের পর বাড়িটি ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী। র‌্যাব জানিয়েছে, ওই ফ্ল্যাটে চার তরুণ থাকতেন। তারা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করছিলেন তারা। কয়েক দিন আগে ওই শিক্ষার্থীরা এক মাসের জন্য বাসাটি ভাড়া নেন।

সকাল সাড়ে নয়টার দিকে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা ওই কক্ষে প্রবেশ করে তৌহিদ তপু নামে একজনের মৃতদেহ উদ্ধার করেন। এর আগে আহতদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি।

এটি জঙ্গিদের আস্তানা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি