ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম ব্যাহত(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৬ মার্চ ২০১৮

অবকাঠামো সুবিধার অভাবে ব্যাহত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম। পণ্য আমদানি-রফতানির চাহিদা থাকলেও নানা সংকটে জর্জরিত রেলরুটটি। এ অবস্থায় রহনপুর শুল্ক স্টেশনটিকে দ্রুতই পূর্ণাঙ্গ রেলবন্দরে উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, রেলবন্দর করা গেলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অবিভক্ত ভারতবর্ষে পণ্য পরিবহনসহ যোগাযোগের অন্যতম রুট ছিলো রহনপুর-সিঙ্গাবাদ রেল রুট। পরবর্তীকালে এ রেলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আনা নেয়া চলেছে। ২০০৮ সালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে উন্নীত করার ঘোষণা দেয়া সরকার। ১০ বছর পেরোলেও শুরু হয়নি প্রকল্প।

এ রেলরুটে ভারতসহ নেপাল ও ভূটানে পণ্য পরিবহনে দেশি-বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ আছে।

২০১৭-১৮ অর্থবছরের ৬ মাসে রহনপুর স্টেশনের শুল্ক বিভাগে ১১ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩৫ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা। আমদানী-রফতানী কার্যক্রম আরো বাড়াতে স্টেশনে নানমুখী উন্নয়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক স্টেশনটিকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু করা গেলে পরিবহন খরচ কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় কয়েক শ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

রহনপুর স্টেশন বন্দর হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছেন ব্যবসায়ীরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি