ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এক রশিতে শ্যালিকা-দুলাভাইয়ের ঝুলন্ত লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৮ মার্চ ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় একই রশিতে ঝুলন্ত শ্যালিকা-দুলাভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন - ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে কলি খাতুন (১৪)।
নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই বদিউর রহমান বলেন, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়ইগাছ থেকে তাদের লাশ উদ্ধার করে। একই রশির দুই মাথায় দুইজনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।
বিল্লাল কৃষিকাজ করতেন। আর কলি ছিল নারিকেলবাড়িয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে। একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান। জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। অবশেষে রাতের কোনো এক সময় গ্রামের পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বদিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি