ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৮ মার্চ ২০১৮

ময়মনসিংহের গৌরীপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশের এসআই আসাদুজ্জামান আহত হয়েছেন।

গৌরীপর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান দুই কনস্টেবল নিয়ে জেলখানা মোড়ে মাদক ব্যবসায়ীদের আটক করতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পেছন থেকে এসআই আসাদুজ্জামানের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত আসাদুজ্জামানকে উদ্ধার প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি