ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিউটি হত্যা মামলার ১০ দিনেও গ্রেফতার হয়নি আসামি বাবুল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:০১, ২৯ মার্চ ২০১৮

ঘটনার ১০ দিন পরও হবিগঞ্জের চাঞ্চল্যকর বিউটি হত্যা মামলার আসামী বাবুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার; ক্ষুব্ধ এলাকাবাসীও। তবে আসামী বাবুলের স্ত্রী দাবি করেছেন, তার স্বামী নির্দোষ।

স্কুলছাত্রী বিউটি আক্তারকে প্রায়ই উত্যক্ত করতো শায়েস্তাগঞ্জের বাবুল মিয়া।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২১ জানুয়ারি বিউটিকে তুলে নিয়ে যায় বাবুল। চলে নির্যাতন।

এ ব্যাপারে ৪ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২ জনকে আসামী করে মামলা হয়। নিরাপত্তার জন্য বাড়ি ছাড়ে বিউটি। আশ্রয় নেয় গুনিপুর গ্রামে তার নানার বাড়িতে। এতেও শেষ রক্ষা হয়নি। ১৬ মার্চ রাত থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরদিন ১৭ মার্চ প্রায় ৪ কিলোমিটার দূরে হাওরে পাওয়া যায় তার মৃতদেহ।            

ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। তার শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ইউপি চেয়ারম্যান।

এদিকে বাবুল মিয়া নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী ।

পুলিশ জানিয়েছে, এরইমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি