ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পুলিশের গুলিতে ব্যালট ছিনতাইকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২৯ মার্চ ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই একটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের গুলিতে মালেক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।  

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মালেক সংরক্ষিত মহিলা প্রার্থী বুলবুলি বেগমের দেবর বলে জানিয়েছেন সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত শিকদার।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কয়েকজন সন্ত্রাসী সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছুড়লে একজন মারা যায়।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঘাটাইল উপজেলায় ছয়টি ইউনিয়ন, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতীতে একটি ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেলে ৪টা পর্যন্ত। এছাড়া আজ সারা দেশে একযোগে ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড এবং একটি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি