ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৪২, ২৯ মার্চ ২০১৮

জেলার নবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, উপজেলার সৈয়দপুর মডেল বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক নারী রয়েছে বলে জানালেও তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

ওসি বিমল বলেন, সিলেট থেকে হবিগঞ্জগমী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। হাসপাতলে নেওয়ার পর একজন মারা যান।

দুইজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাকি একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি