ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ২৯ মার্চ ২০১৮

গাজীপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ তিন মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করাতে পারেননি এসআই।

এসআই আ. মালেক জানান, মহাসড়কে আফাজ মার্কেটের বিপরীতে পশ্চিম ময়মনসিংহ লেনে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে গেলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি