ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজন করেছে বসন্ত উৎসব(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৯ মার্চ ২০১৮

বাংলা ১৪২৪ সনের বিদায়ক্ষনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজন করেছে বসন্ত উৎসব। অনুষ্ঠানে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অবদানের জন্য তিনজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বসন্ত বাতাস ধীরে ধীর রূপ পরিবর্তন করে বৈশাখের দিকে অগ্রসর হচ্ছে। তবে এখনও রয়ে গেছে বসন্তের রেশ ।

১৪২৪ সালের শেষ বেলায় টিএসসি’তে বসন্ত উৎসবে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ।

সেসময় আলোচকরা দেশীয় ঐতিহ্য তুলে ধরতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন নতুন প্রজন্মের হাত ধরেই বাংলার সংস্কৃতি বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি গ্রাম বাংলার চিরায়ত সাপ ও বানর খেলা, বায়োস্কোপ, মোরগ যুদ্ধ সহ লোক ঐতিহ্য তুলে ধরা হয়।

লোক সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য নুনা আফরোজ, অনন্ত হীরা ও রাহুল আনন্দকে সম্মাননা দেয়া হয়। এছাড়া ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি