ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে নিহত ১(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৯ মার্চ ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার পরিষদের ১৩৩ টি প্রতিষ্ঠানে ভোট গ্রহন চলছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ কোন বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সাগরদিঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে একদল সন্ত্রাসী জোর করে ব্যালট পেপার ছিনতাই করতে যায়। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে। এসময় মালেক মিয়া নামে একজন মারা যায়। উত্তেজিত জনতা কয়েকটি মটরসাইকেল ভাংচুর করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কেন্দ্রটির ভোট গ্রহন স্থগিত রাখা হয়েছে।

সকাল থেকে শেরপুরের নকলা উপজেলার উপ-নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিলো। ভোটের ক্রমিক নম্বর দেয়া নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া ভোট দিতে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জ উত্তর আরপিন নগরে সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া দেশের ১১টি জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোট চলছে। গাজীপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, ফরিদপুরসহ বেশিরভাগ জেলায় ভোটারের ভালো উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এছাড়া একটি উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন, ১১টি পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন বা স্থগিত নির্বাচন এবং সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডের নির্বাচন হচ্ছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার প্রথমবারের মতো ভোট হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি