ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৩০ মার্চ ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দিবা রানী দাস (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত দিবা রানী দাস ওই উপজেলার বাউশা গ্রামের অরুণ দাসের স্ত্রী। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পুরানগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ওসি হাবিবুর জানান, দিবা রানী দাস তার বাবার বাড়ি কবিরপুর থেকে একটি বাসে করে নিজ বাড়িতে ফেরার পথে একটি পিকআপভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিবাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি