ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের দুঃসহ স্মৃতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৩, ৩১ মার্চ ২০১৮

দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের। বিধ্বস্ত বিমান থেকে কোনো রকমে বেঁচে ফেরা মেহেদী-স্বর্ণা দম্পতি একুশে টেলিভিশনকে জানালেন ভয়াবহ সেই অভিজ্ঞতা। তারা বলছেন, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আরো তৎপর হলে মৃত্যুর মিছিল এতো দীর্ঘ হতো না। এখনো সেই দৃশ্য মনে হলে শিউরে ওঠেন তারা।

ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত হন মেহেদী ও স্বর্ণা দম্পতি। বেশ কয়েকদিন চিকিৎসা শেষে গেল বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান তারা।

গাজীপুরের শ্রীপুর নগর হাওলায় গ্রামের বাড়িতে বর্তমানে বিশ্রামে আছেন তারা। একুশে টেলিভিশনকে ১২ই মার্চের ভয়াল সেই বিমান দুর্ঘটনার আগে-পরের ঘটনা জানান এই দম্পতি।

তারা বলেন, ঘটনার ভয়াবহতায় সবাই যেন চুপ হয়ে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন নেভানোসহ বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্ধার অভিযান যথেষ্ট ছিলনা বলে মনে করেন তারা।

নিজেদের ফিরে আসাকে অলৌকিক মনে হয় তাদের। সেই দু:স্বপ্ন যেনো এখনো তাড়িয়ে বেড়ায় এই দম্পতিকে।বাকি জীবনটা মানুষের কল্যাণেই কাটাতে চান মেহেদী হাসান।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি