গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৭
প্রকাশিত : ০৮:৪৭, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:০৭, ১ এপ্রিল ২০১৮
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি নৈশ বাস খাদে পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহত কয়েকজনের অবস্থা গুরতর।
রোববার ভোর রাত পৌনে তিনটার দিকে উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫) ও বরিশালের অসিম মাঝি (৩৫)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আহত যাত্রীদের ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন যাত্রী।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে মকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মকসুদপুরের চারটি টিম হতাহতদের উদ্ধার কাজে নেমে পড়ে।
একে/এসএ
আরও পড়ুন