ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

২৭ জলদস্যুর আত্মসমর্পন

সুন্দরবনে কাউকে দস্যুতা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫২, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:০৪, ১ এপ্রিল ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জলদস্যু, সন্ত্রাসী ও জঙ্গিদের এ দেশে কোনো স্থান নেই, তাদের সমূলে নির্মূল করা হবে। সুন্দরবনে কাউকে দস্যুতা করতে দেওয়া হবে না।

রোববার বিকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বনদস্যুদের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে সুন্দরবনের ৩ বাহিনীর ২৭জন দস্যু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পন করে।

আত্মসমর্পনকারী বাহিনী তিনটি হল জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনী, ছোট সুমন বাহিনী ও মেহেদী হাসান ওরফে ডন বাহিনী। এসব দস্যুদের প্রত্যেককেই ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন প্রদান করে র‌্যাব।

র‌্যাব-৬ এর সিইও খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,বাগেরহাট জেলার স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, তালুকদার আব্দুল খালেক, এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলনা  রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন, র‌্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব,বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।

এ সময় বনদস্যুরা তাদের ব্যবহৃত ১৩টি একনলা বন্ধুক, ৩টি বিদেশী দোনলা বন্ধুক, ৪টি ২২ বোর বিদেশী রাইফলে, ৭টি পাইপগান, ১টি বিদেশী ওয়ানশূটার গানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গোলাবারুদ জমা দেয়।

আত্মসমর্পনকারীরা হলেন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য-  বাহিনী প্রধান জাহাঙ্গীর আলম,  কবির সুলতান , মনিরুল শেখ , শহিদুল শেখ ,  আব্দুস সালাম , শেখ আল মামুন সোহেল রানা , সেলিম মোল্লা , ইদ্রিস ডালি ,  মিঠু সরদার।

ছোট সুমন বাহিনীর সদস্যরা হলেন, বাহিনী প্রধান  সুমন হাওলাদার , লুৎফর শেখ, ভুট্টো বয়াতি, সামাদ মোল্লা , রিয়াজ শেখ ,  ইয়াছিন শেখ, তরিকুল হাওলাদার,  সিদ্দিক হাওলাদার ।

মেহেদী হাসান ওরফে ডন বাহিনীর সদস্যরা হলেন, বাহিনী প্রধান মোঃ মেহেদী হাসান ডন,  জয়দেব মন্ডল , খলিলুর রহমান ,  সাইফুল্লাহ , আবুল হোসেন ইসলাম, আজিজুর ইসলাম , জয়ন্ত বিশ্বাস ,  শাহজাহান ,  আব্দুর রহমান শেখ ,  মাহমুদুল হাসান।

কেআই/  এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি