ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধায় বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:২৯, ২ এপ্রিল ২০১৮

গাইবান্ধায় উদ্বেগজনক হারে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। গত চার দিনে ডায়রিয়া আক্রান্ত প্রায় তিনশ’ রোগী ভর্তি হয়েছে সদর হাসপাতালে। কারণ অনুসন্ধানে কাজ করছে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করেই গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া। রোগীর চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। স্থান সংকুলান না হওয়ায় মেঝে, বারান্দা এমনকি খোলা মাঠেও প্যান্ডেল করে রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে চিকিৎসা-সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ধারণা, পৌরসভার সরবরাহকৃত দূষিত পানি থেকেই ডায়রিয়ার সংক্রমণ।

এদিকে, ডায়রিয়ার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ টিম।

এলাকায় ডায়রিয়া সচেতনতা বাড়াতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি