ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

খনার বচন পরিচিত করবে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৩ এপ্রিল ২০১৮

‘খনার বচনের’ বেশিরভাগই কৃষি ভিত্তিক উন্নয়নের ছড়া। বচনগুলো সবার কাছে পরিচিত করতে এবার এগিয়ে আসলো বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। ‘খনার বচন’ এ ছেয়ে আছে একাডেমির পুরো এলাকা। এ উদ্যোগে শুধু কৃষকই নয়, সব পেশার মানুষকে কৃষি বিষয়ে সচেতন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্যোর্তিবিদ্যায় পারদর্শী বিদুষী বাঙালি নারী খনা। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে দেন বিভিন্ন বচন। কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, জ্যোর্তিবিজ্ঞান, আবহাওয়া জ্ঞান ও শস্যের যত্ন সম্পর্কিত তার উপদেশগুলোই ‘খনার বচন’ নামে পরিচিত। পরবর্তীতে মানুষের মুখে মুখেই ছিলো খনার বচন। 

বচনগুলো অনেকটাই অজানা বর্তমান প্রজন্মের কাছে। নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে তাই বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভিন্নধর্মী উদ্যোগ। সবুজে ঘেরা প্রতিষ্ঠানটির দেয়ালে দেয়ালে লেখা ‘খনার বচন’।

শুধু তাই নয়, চোখে পড়বে দেশি-বিদেশি প্রায় দু’হাজারের মতো বিরল প্রজাতির গাছের পরিচিতি ও উপকারিতার বিস্তারিত।

কৃষিভিত্তিক দেশে সর্বস্তরের মানুষকে সচেতন করতে এ উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। ভবিষ্যতে বচনগুলো এক করে বই আকারে প্রকাশের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি গবেষকরা।

 

 

 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি