ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিতহ ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৪ এপ্রিল ২০১৮

ময়মনসিংহ শহরের বাইপাস মোড়ে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

নিহতদের মধ্যে প্রাইভেট কার যাত্রী পল্টুর (৩০) নাম জানা গেছে। তবে তার স্ত্রীর নাম জানা যায়নি। আহতরা হলেন ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (২৭) ও রাজিব (২৯)।

ওসি মাহমুদুল বলেন, ময়মনসিংহ শহরগামী প্রাইভেট কারের সঙ্গে একটি তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত অপর দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি