ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে এসআইকে ছুরি হামলাকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৪ এপ্রিল ২০১৮

ময়মনসিংহের গৌরীপুরে এসআই আসাদুজ্জামন আসাদকে (৩৭) ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উজ্জ্বল মিয়া কথিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলা সদরের জেলখানা মোড় এলাকায় মামলার প্রধান আসামি উজ্জ্বলকে গ্রেফতারে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল ও তার সহযোগীরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ ও গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গুলিতে উজ্জ্বল আহত হয়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে গৌরীপুর পৌর এলাকার জেলখানা মোড়ে মাদক ব্যবসায়ীদের আটক করতে যান এসআই আসাদ। এসময় মাদক ব্যবসায়ী উজ্জ্বল পেছন থেকে এসআই আসাদকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত আসাদকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় গৌরীপুর থানায় মামলার দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ।  এ ঘটনার পর থেকেই উজ্জলকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি