ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৮:৪০, ৫ এপ্রিল ২০১৮

 চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় নুরুল ইসলাম খোকা (৩৫) নামে এক শ্রমিক লীগের সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার বিকেলে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নুরুল ইসলাম খোকা চিড়িংঘাটা এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিনি গত তিনদিন আগে ওমরাহ করে ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের এএসপি মফিজ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে খোকাকে সন্ত্রাসীরা প্রথমে গুলি করে, পরে কুপিয়ে জখম করে পালিয়ে গেলে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এএসপি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি