ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৩৭, ৬ এপ্রিল ২০১৮

বর্ষা মৌসুম সামনে রেখে পাহাড় ধসে চট্টগ্রাম অঞ্চলে মানুষের অকাল মৃত্যু ঠেকাতে আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ।

জানা গেছে, গত বছরের জুনে টানা ও ভারি বৃষ্টিতে বৃহত্তর চট্টগ্রামে  ১৫৬ জন মারা যায়। এর মধ্যে শুধু চট্টগ্রামের ৩৭ জন। মূলত পাহাড়ের নিচে, পাহাড় কেটে জমি উদ্ধার করে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার কারণেই এসব প্রাণহানির ঘটনা ঘটছে। জীবিকা ও উপার্জনের আশায় নিম্ন আয়ের শ্রমিক, রিকশা চালক, ঠেলাগাড়ি চালকরা শহরের কেন্দ্রস্থলের থাকতে পছন্দ করে। সে কারণে মৃত্যুর ঝুঁকিও তাদের কাছে তেমন গুরুত্ব পায় না।

তবে এবার আগে থেকেই জেলা প্রশাসন এ ব্যাপারে সতর্ক। পাহাড়ের পাদদেশে বসবাস নিরুৎসাহিত করার জন্য নিয়েছে নানা উদ্যোগও।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জানান, পাহাড়ের নিচে বসবাসকারীদের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সেবা সংস্থাগুলোও অভিযান চালাবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিচ্ছিন্ন করে কিংবা অভিযান চালিয়ে উচ্ছেদ করেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সুফল পেতে সৃজনশীল কৌশল কার্যকর করার উপর জোর দিয়েছেন তারা।

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি