ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আগুণে ১৪ দোকান পুড়ে ছাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ৬ এপ্রিল ২০১৮

খুলনার পশ্চিম রূপসা এলাকায় ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায়  ১৪টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মামুন আগুণ লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এরপর মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে রূপসার ‘খাট মার্কেট’ হিসেবে পরিচিত ফার্নিচার মার্কেটের দোকানগুলো পুড়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি  ৩০ লাখ টাকা। তবে প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি