ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৬ এপ্রিল ২০১৮

সুনামগঞ্জ সদর উপজেলায় নিজাম উদ্দিন (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিব উল্লাহ জুয়েল।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছেন বড় ভাই জামাল উদ্দিন।

নিহত নিজাম উদ্দিন ইনাতনগর গ্রামের জহুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি সিলেট জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার সাত দিনের ছুটিতে বাড়িতে যান নিজাম। বৃহস্পতিবার বিকালে বড় ভাই জামাল উদ্দিনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে জামাল দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালালে গুরুতর আহত হন নিজাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে  রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

একে//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি