ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৫ মণ বেগুনের দামে ১ কেজি গরুর মাংস (ভিডিও)

প্রকাশিত : ১৩:৫১, ৭ এপ্রিল ২০১৮

রাজধানীতে দাম যাই থাক, নিকটবর্তী জেলা নরসিংদীতে সবজির কদর নেই। এক কেজি গরুর মাংস কিনতে কৃষককে অন্তত ৫ মণ বেগুন বিক্রি করতে হচ্ছে। আর এক কেজি খাসির মাংস কিংবা একটি ইলিশ কিনতে বিক্রি করতে হচ্ছে কমপক্ষে শ’ দেড়েক লাউ। সব ধরনের সবজিতে এই দর পতনে দিশেহারা কৃষক।

নরসিংদীর উৎপাদিত সবজির প্রায় ৭০ ভাগ সরবরাহ করা হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে; রপ্তানি হয় বিদেশেও।

জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার বন্যারবাজার। চাষীরা বিভিন্ন স্থান থেকে নানা জাতের সবজি নিয়ে আসেন এই বাজারে। কিন্তু দাম শুনে দিশেহারা তারা।

কৃষকরা জানান, বেগুন ২ থেকে ৩ টাকা; লাউ, মিষ্টি কুমড়া ৫ থেকে ৬ টাকা করে বিক্রি করতে হচ্ছে। শিম, চিচিংগা, ঝালিসহ সব ধরনের শাক-সবজির দামই একই রকম। ফলে লাভ তো দূরের কথা লোকসানের বোঝা কত বড় হবে তা নিয়েই দুশ্চিন্তায় কৃষকরা।

দাম কম থাকায় লাভও কম হওয়ার কথা জানান পাইকাররা।

অনেক জমিতে সবজি চাষ ও ফলন ভালো হওয়ায় দাম কমে গেছে দাবি করে কৃষি বিভাগ জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবজির দাম বাড়তে পারে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে নানা জাতের শাক-সবজির আবাদ হয়েছে।

/ এআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি