ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

খুলনায় বাসের চাপায় প্রাণ গেলো ৩ জনের    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৭ এপ্রিল ২০১৮

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের চাপায় যাত্রীবাহী ভ্যানের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝের বেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    

নিহতরা হলেন- শিশু সাকিবুল (১১), ভ্যানচালক আসাফুর রহমান (৩৫) ও নারায়ন মণ্ডল (৫৫)। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাবিল হোসেন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর থেকে খুলনাগামী একটি বাস সামনে থেকে একটি যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যান চালক আসাফুর রহমান ও যাত্রী নারায়ন মণ্ডল নিতহ হন। আহত হন সাকিবুল, শাহিনুর রহমান, কবীর সরদার, আমিনুল ইসলাম, সুলতান, আফরোজা বেগম, আতা হোসেনসহ ৭/৮ জন। এ ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশু সাকিবুল মারা যান। গুরুতর আহত ২/৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একে//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি