ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে মানববন্ধন(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:১০, ৭ এপ্রিল ২০১৮

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে চট্টগ্রামে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের সিটি গেট থেকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সেবামূলক সংগঠন, ৯ ইউনিয়ন পরিষদ, ১টি পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এসময় সড়ক দুর্ঘটনায় প্রতিরোধে, বেপরোয়া যান চলাচলের উপর মনিটরিং জোরদারের দাবি জানান তারা। এছাড়া উল্টোপথে চলাচল ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি