ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ায় চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৮ এপ্রিল ২০১৮

আশুলিয়ার একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন; আহত হয়েছেন পাশের বাসার চারজন। রোববার ভোর ৫টার দিকে ভাদাইল এলাকায় শেখ মোহাব্বত আলীর মালিকানাধীন দোতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
গ্যাস লাইনের ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকারীরা। আহতরা হলেন- আলমগীর হোসেন, তার স্ত্রী আফরোজা বেগম ও তাদের ১৪ বছর বয়সী ছেলে আলামীন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার এসআই রুহুল আমীন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটে আরও চারজন আহত হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে তাদের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।     
বিস্ফোরণের কারণ সম্পর্কে এসআই বলেন, ওই বাসায় একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও সেটি অক্ষত অবস্থায় আছে। গ্যাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
প্রতিবেশিরা জানান, আলমগীরের স্ত্রী ভোরে রান্নাঘরে চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন ছড়িয়ে পড়ে।
/এআর /
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি