ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বাস থেকে নামিয়ে পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৯ এপ্রিল ২০১৮

ধামরাইয়ে যাত্রীবাহী একটি বাস থেকে নামিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কেলিয়া কচমচ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই ধামরাই থানা পুলিশ ওই বাসের চালকসহ পাঁচজনকে গ্রেফতার করে ও বাসটি জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো- বাসচালক চুয়াডাঙ্গা সদর উপজেলার কোর্টপাড়া মহল্লার মৃত শফি মল্লিকের ছেলে বাবু মল্লিক (২৪), নিলফামারীর ডিমলা উপজেলার সরকারপাড়া গ্রামের শ্রী মহন লালের ছেলে শ্রী বলরাম (২০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবদুল আজিজ (৩০), ধামরাই উপজেলার দক্ষিণ গাওয়াইল গ্রামের কালু বেপারীর ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার দক্ষিণ কেলিয়া গ্রামের রাজু মাতবরের ছেলে মকবুল হোসেন (৩৮)।

ধামরাই থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শ্রীরামপুরের গ্রাফিকস টেক্সটাইল কারখানার এক নারী শ্রমিক অফিস শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে রাত নয়টার দিকে যাত্রীসেবা পরিবহনের একটি বাসে ওঠে। বাসটি কালামপরে আসার পর চালক অন্য যাত্রীদের নামিয়ে দেয় ও ঢাকার দিকে না গিয়ে ইসলামপুরের দিকে রওয়ানা দেয়। এরপর কেলিয়া এলাকা থেকে আরও চারজনকে বাসে উঠায়। এক পর্যায়ে যাত্রী বেশে ওঠা ওই চারজন ওই নারী পোশাক শ্রমিককে বাসের পিছন দিকে নিয়ে হাত, মুখ ও পা বেধে ফেলে। পরে তারা তাকে নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া ব্রিজের পশ্চিম পাশে নিয়ে যায় ও চালকসহ পাঁচজনে মিলে গণধর্ষণ করে। এরপর বাসটি ইসলামপুরের উদ্দেশে রওনা দেয়। এক পর্যায় মুখের বাঁধন খুলে গেলে ওই পোশাক শ্রমিক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিষয়টি জানার পর ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত ধামরাই থানার এসআই ভজন রায় বাসটি ধাওয়া দিয়ে কেলিয়া ব্রিজের কাছ থেকে বাসসহ ধর্ষণকারীদের আটক করে। এ ঘটনায় রাতেই ওই নারী পোশাক শ্রমিক বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, গ্রেফতারকৃত পাঁচজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি