ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১১ এপ্রিল ২০১৮

ময়মনসিংহের তারাকান্দায় বাস-লরি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের তারাকান্দার মধুপুর নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে একজন লরিচালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষের ফলে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি