ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৫ এপ্রিল ২০১৮

নওগাঁর পোরশা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। রোববার দুপুরে উপজেলার কুসরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু`জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— উপজেলার কচুন্দা গ্রামের প্রয়াত মুনির উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩২)।
পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে উপজেলার কচুন্দা গ্রাম থেকে একটি ইজিবাইক ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে সরাইগাছী মোড়ে যাচ্ছিল। পথে কুসরপাড়া এলাকায় সাপাহার থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালের নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাসের দুই যাত্রীসহ দুর্ঘটনায় আহত ছয়জনকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি