ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ধামরাইয়ে বন্দুকযুদ্ধে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২০, ১৭ এপ্রিল ২০১৮

ঢাকার ধামরাই উপজেলায়  র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে  এ ঘটনা ঘটে। এ বিষয়  র‌্যাব ২-এর কোম্পানি কমান্ডার আনোয়ার রাজ্জাক গণমাধ্যমকে নিশ্চিত করছে।

তিনি বলেন, নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। কিন্তু এখনও তাদের নাম জানা যায় নি। তিনি  আরও জানান, “শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কয়েক কোটি টাকা স্থানান্তর করবে এই খবর পেয়ে তিনজন ডাকাতির উদ্যোগ নেয়।

“গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল কেলিয়া মোড়ে যাওয়া মাত্রই তারা গুলি ছুঁড়ে। র‌্যাব পাল্টা গুলি করলে তিনজন ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় র‌্যাবের দুই সদস্য এসআই রাজ্জাক ও সোহেল আহত হয়েছেন বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি