ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

রাখাইনদের জলকেলি উৎসব শুরু [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ১৭ এপ্রিল ২০১৮

কক্সবাজারে রাখাইনদের তিন দিনের জলকেলি উৎসব শুরু হয়েছে। শহরের ২২টি প্যান্ডেলসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় চলছে এ উৎসব। এদিকে রাঙামাটির বিভিন্ন স্থানে চলছে জলকেলি উৎসব।

কক্সবাজার ও রাঙামাটি প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত।

রাখাইন বর্ষকে বিদায় ও বরণে কক্সবাজার শহরের বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিকেলে শুরু হয় রাখাইনদের জলকেলি ‘সাংগ্রেং পোয়ে’। রাখাইন পঞ্জিকা মতে আজ থেকে শুরু হয়েছে নতুন রাখাইন বর্ষ ১৩৮০।

এ উপলক্ষে বাহারি সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো। একে অপরকে পানি নিক্ষেপ করে নাচে-গানে মেতে উঠেছে রাখাইন তরুণ-তরুণীরা।

রাঙামাটির কাপ্তাইয়ের কুকিমারা এলাকায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের উদ্বোধন করেন সাংসদ উষাতন তালুকদার। সংস্কৃতির পাশাপাশি শিক্ষাতেও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মারমা তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।  পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 ভিডিও: 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি