ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ থেকে ‘জেএমবি’র ৩ সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৫৭, ১৮ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জেএমবি’র নারী সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ১১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অভিযান চালিয়ে জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করা হয়। আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি