ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

পুত্রবধূর দায়ের কোপে প্রাণ গেল শাশুড়ীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৪০, ১৮ এপ্রিল ২০১৮

গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি সিডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাশুড়ি সাবিরন নেছা (৭০) ওই এলাকার মৃত. হাবিবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় বুধবার সকালে পুত্রবধূ লাকি আক্তার (৪০) ও নিহতের ছেলে আবদুর রহিমকে (৪৫) আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য রাশিদুল হক জানান, বৃদ্ধা সাবিরন নেছা স্বপরিবারে বিকেবাড়ি সিডপাড়া এলাকায় বসবাস করতেন । রাতে বড় ছেলে রহিমের স্ত্রী লাকি আক্তারের সঙ্গে শাশুড়ি সাবিরন নেছার পরিবারের সাধারণ বিষয় নিয়ে কলহ হয়। এ সময় লাকি আক্তার তার শাশুড়িকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে বৃদ্ধা সাবিরন নেছাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে শাশুড়ির মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার সকালে স্থানীয়রা হালডোবা রক্ষিপপাড়া এলাকা থেকে পুত্রবধূ লাকি আক্তার ও তার স্বামীকে আটক করে পুলিশে দেয়। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই মো. মুক্তারুজ্জামান জানান, এঘটনায় পুত্রবধূকে ও নিহতের বড় ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।

আরকে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি