ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

পুড়ে ছাই মাথা গোঁজার ঠাঁই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০৪, ১৮ এপ্রিল ২০১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই বস্তিতে অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয় স্বল্প আয়ের মানুষ। নিমিষেই শেষ হয়ে যায় তাদের জীবনের স্বপ্ন। সম্প্রতি রাজধানীর মিরপুরে বস্তিতে অগ্নিকাণ্ডে সব হারানো মানুষদের অনেকেই এখনো পায়নি মাথা গোজার ঠাঁই। 

এই আগুন শুধু মাথা গোজার ঠাঁই কেড়ে নেয়নি, মুহুর্তে ছাই করে দিয়েছে হাজারো মানুষের স্বপ্ন।

আগুন নেভানোর পর ঠিক এভাবেই পুড়ে যাওয়া ঘর খুঁজছিলেন মিরপুর ১২ নম্বর বস্তির বাসিন্দা নুপুর আক্তার। ঘরের সাথে পুড়ে গেছে তার স্বপ্নও। স্বামী পরিত্যক্তা এই নারী ২০ বছর ধরে বাস করছিলেন এই বস্তিতে। বাসা বাড়িতে কাজ করে কোনো রকমে জীবনের চাকা টেনে নেয়া নুপুর এখন সব হারিয়ে নিঃস্ব।

নুপুরের মতোই অবস্থা আব্দুল জলিলের। সহায়- সম্বল হারিয়ে দু’চোখে এখন শুধুই অন্ধকার।

হৃদয় ভাঙ্গার এমন গল্প মিরপুরে পুড়ে যাওয়া বস্তির প্রায় সব ঘরে। মাদারীপুরের কালকিনির বাসিন্দা ফরিদা বেগম। পেশায় দর্জি। ভয়াল আগুনের থাবায় ছাই হয়েছে তার আয়ের চাকা; মাথা গোজার ঠাঁই। সেলাই মেশিন আর জমানো টাকা হারিয়ে এখন পাগলপ্রায় ফরিদা বেগম।

বেঁচে থাকার তাগিদে কেউ কেউ চড়া সুদে ঋণ নিয়ে ঘর মেরামত করলেও, বেশিরভাগের সেই সামর্থ্য নেই। খেলা আকাশের নিচে তাবুতে বাস করছেন তারা। অর্ধাহারে, অনাহারে থাকা এ’সব বস্তিবাসীর চাওয়া সরকারি সহায়তা।

ভয়াল স্মৃতি পেছনে ফেলে আবারো জীবনের ছন্দে ফিরতে চায় এ’সব বস্তিবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি