ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে একজনকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৮ এপ্রিল ২০১৮

রাজশাহীর বাগমারা উপজেলায় বিলে ‘মাছ ধরাকে কেন্দ্র করে’আনসার রহমান মৃধা (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আনসার ওই ইউনিয়নের কাষ্টডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নরদাচ ইউনিয়নের মাঝনগর বাজারে এ ঘটনা ঘটে। সকালে মাঝনগর বাজারে একদল লোক তাকে এতোপাতাড়ি কুপিয়ে জখম করে।

প্রত্যাক্ষদর্শীরা বলেন, আহত অবস্থায় আনসারকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনসার মৃধাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে জানতে চাইলে বাগমারা থানার ওসি নাসিম আহমেদ গণমাধ্যমকে জানান, স্থানীয় জোকা বিলে মাছ মারা নিয়ে এলাকার দুপক্ষের মধ্যে গত কিছু দিন ধরে বিরোধ চলছিল। একদিন আগে ওই দুপক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এর জেরেই আনসার রহমান মৃধাকে হত্যা করা হয়েছে।

 

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি