ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কনস্টেবল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৫:১৯, ২০ এপ্রিল ২০১৮

 আসামিকে ধরতে মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন শাহীনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়নগর গ্রামে কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাহীনুর রহমান সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাড়ি রাজবাড়ী জেলায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম নামের এক আসামি ধরে থানায় নিয়ে আসছিলেন ওই পুলিশ সদস্য। এসময় পুলিশের কাছ থেকে ছুটে গিয়ে জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন ওই আসামি। তাকে ধরতে শাহীনুরও নদীতে ঝাঁপিয়ে পড়েন। এরপর সালাম নদী থেকে উঠে আসলেও শাহীন নিখোঁজ হন।

মিজানুর আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করে। রাতে তার কোনও খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেছে ডুবুরি দল।

 

একে/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি