ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১২, ২১ এপ্রিল ২০১৮

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই দুই শ্রমিক হলেন, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম ওই দুই শ্রমিক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে এক শ্রমিক ভেতরে নামেন। তাঁর সাড়া না পেয়ে অপর শ্রমিকও সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। দুই শ্রমিকের সাড়া না পেয়ে ওই বাড়ির লোকজন বোয়ালমারী দমকল বাহিনীকে খবর দেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মারনুশ গণমাধ্যমকে  বলেন, এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি