ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভরাট হচ্ছে কিশোরগঞ্জ শহরের পুকুরগুলো   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২১ এপ্রিল ২০১৮

একে একে ভরাট করা হচ্ছে কিশোরগঞ্জ শহরের পুকুরগুলো। নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। শুধু ব্যক্তি মালিকানার পুকুরই নয়, ভরাট করা হয়েছে পৌরসভার পুকুরও। বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না পৌর আইন।

কিশোরগঞ্জ শহরের নগুয়া বিন্নগাঁও এলাকার মঙ্গলবাবুর শতবর্ষী এই পুকুরে আগে নিত্যপ্রয়োজনীয় কাজ করতো এলাকাবাসী। কিন্তু, হঠাৎই ভরাট করা হচ্ছে পুকুরটি।    

এক সময় পৌর এলাকায় শতাধিক পুকুর ছিল। গত দুই দশকে ৬০ থেকে ৭০টি পুকুর ভরাট করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কচুরিপানা ও ময়লা জমে দূষিত হয়ে পড়েছে বাকি পুকুরগুলোর পানিও। ছড়াচ্ছে রোগ জীবাণু।

পুকুর ভরাট করার ক্ষেত্রে প্রচলিত আইনও মানা হচ্ছে না। তবে, আইন না মানার কথা অস্বীকার করেছে পৌরসভা। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মেয়র।

একে//এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি