ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ২২ এপ্রিল ২০১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। রোববার ভোর রাতে উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামের একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। কোচটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হন। এছাড়াও শিশু ও নারীসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আহতদের মধ্যে দুই-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামও পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাক চালকের ঘুমকে দায়ী করেন ওসি।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি