ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২২ এপ্রিল ২০১৮

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। রোববার বিকেলে লাখাই উপজেলার হাওরে এবং বানিয়াচংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লাখাই উপজেলার হাওরে রোববার ধান কাটতে যান সুজনপুর গ্রামের নূপুর মিয়া ও আপন মিয়া। বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। হাওরে থাকা অন্য কৃষকরা তাদের উদ্ধার করে তাৎক্ষণিক সদর হাসপাতালের দিকে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

অপরদিকে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মঈন উদ্দিন বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছেন নিহতের পরিবার।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি