ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নানামুখী তৎপরতার পরও কমছে না সড়ক দুর্ঘটনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৮, ২৩ এপ্রিল ২০১৮

রাস্তা সংস্কার, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ এবং ট্রাফিক বিভাগের নানামুখী তৎপরতার পরও কমছে না সড়ক দুর্ঘটনা। বিশেষ করে উৎসবের সময় অনভিজ্ঞ চালক ও বেপরোয়া গতির গাড়ি ছিনিয়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। এ’সব মৃত্যুকে নিছক দুর্ঘটনা না বলে কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ি, ২০১৬ সালে দেশে ৪ হাজার ৩শ’ ১২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ হাজার ৫৫ জন। ২০১৭ তে দুর্ঘটনার সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯শ’ ৭৯টি; নিহত হয়েছে ৭ হাজার ৩৯৭ জন। এক বছরের ব্যবধানে দুর্ঘটনা বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।

দুর্ঘটনা কবলিত যানবাহনের মধ্যে আছে ১ হাজার ২৪৯টি বাস, ১ হাজার ৬৩৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ২৭৬টি হিউম্যান হলার, ২৬২টি ব্যক্তিগত গাড়ি, জিপ ও মাইক্রোবাস, ১ হাজার ৭৪টি অটোরিক্সা, ১ হাজার ৪৭৫টি মোটর সাইকেল, ৩২২টি ব্যাটারিচালিত রিকসা এবং ৮২৪টি নসিমন।

সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

দুর্ঘটনা কমাতে চেষ্টার কমতি নেই বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

দূরপাল্লার গাড়ী এবং পথচারীদের রাস্তায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি