ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শিশুর অস্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড দাবী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৭, ২৩ এপ্রিল ২০১৮

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট শিক্ষিকার বাসায় অস্বাভাবিকভাবে শিশু সানজিদার মৃত্যুকে হত্যাকাণ্ড বলছেন পরিবারের সদস্যরা। আর শিক্ষিকা জানিয়েছেন, দোলনার দড়ি নিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী সানজিদার। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শনিবার বিকাল ৪টার দিকে বিছালিয়া মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী সানজিদা প্রাইভেট পড়তে যায় পাশের যাত্রাবাড়ীর বিবির বাগিচায় ফুলকলি হাই স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত জাহানের কাছে।

সন্ধ্যার পর পুলিশ নুসরাত জাহানের বেড রুম থেকে সানজিদার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফুলকলি হাই স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান ও তার স্বামী মোরশেদ আলম বলেছেন, দোলনার দড়ি নিয়ে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে সানজিদার।

পুলিশ বলছে, ফরেনসিক রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সানজিদার মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি