ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নির্বাচন ঘিরে খুলনায় বইছে রাজনৈতিক হাওয়া [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৪ এপ্রিল ২০১৮

নির্বাচন ঘিরে খুলনা সিটিতে এখন বইছে তুমুল রাজনৈতিক হাওয়া। প্রার্থীদের পক্ষে শক্ত সমর্থন গড়তে প্রধান প্রধান দলগুলোর নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছেন।

মেয়র পদে মনোনয়ন না পাওয়া অনেকে লড়ছেন কাউন্সিলর পদের জন্য। এর প্রভাব ভোটে পড়ে কিনা তাও ফ্যাক্টর হয়ে উঠেছে। খুলনা সিটি নির্বাচনের বাকি আর ৩ সপ্তাহ। প্রার্থীরা ব্যস্ত ভোটের মাঠে অবস্থান শক্ত করতে।

মেয়র পদে খুলনায় দলীয় প্রতীকে নির্বাচন এবারই প্রথম। মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক দল থেকে মনোনয়ন পাওয়ায়, বাকি প্রত্যাশীদের অনেকেই ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন নেন।

এর প্রভাব ভোটে পড়ার আশঙ্কা থাকলেও নেতারা মনে করেন, খুলনায় আওয়ামী লীগ ভালো অবস্থানেই আছে।

অপরদিকে, বিএনপি থেকে মেয়র পদে নজরুল ইসলাম মঞ্জু মনোনয়ন পাওয়ার পর, অনেক নেতাই কাউন্সিলর পদের জন্য নির্বাচন করছেন। তবে দলের ভেতর কোন বিরোধ নেই বলে জানান নেতারা।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর জন্য সব প্রার্থীর কর্মীসমর্থকরাই নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি