ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফেনীতে গৃহবধূকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৪ এপ্রিল ২০১৮

ফেনীর দাগনভূঞায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে এক বখাটে। মঙ্গলবার, বিকেলে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, উপজেলার নয়নপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম ওই দিন বিকেলে একই বাড়ির শামছুল হকের স্ত্রী শারমিন আক্তারকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর বুকে গুলি চালায় জাহাঙ্গীর। ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়।

 স্থানীয় এলাকাবাসী জাহাঙ্গীরকে ধরার চেষ্টা করলে ওই সময় অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দাগনভূঞা থানা পুলিশে অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতারের জোর চেষ্টা করছে পুলিশ।

 কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি