ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে ‘ডাকাত সর্দারের গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ২৫ এপ্রিল ২০১৮

মেহেরপুরে দুই ডাকাত দলের গোলাগুলিতে খাদেমুল ইসলাম (২৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি হাতাবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত খাদেমুল শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে একাধিক ডাকাতি, ডাকাতিকালে এক রং মিস্ত্রীকে গুলি করাসহ কয়েকটি হত্যা মামলার আসামি খাদেমুল। তার নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি রবিউল আলম বলেন, ‘বুধবার ভোর সাড়ে ৩টার দিকে কয়েকটি গুলির শব্দ শুনে শহরের ব্র্যাক কার্যালয়ের পাশে যাই। সেখানে গিয়ে দেখতে পাই শীর্ষসন্ত্রাসী খাদেমুল গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি