ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ট্রেনের ছাদে লাফালাফি: দুই পথশিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৫ এপ্রিল ২০১৮

ফেনীতে ট্রেনের ছাদে খেলার ছলে লাফালাফি করার সময় ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই পথশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ১০-১২ বছরের মধ্যে।

রেলওয়ে থানার সেকেন্ড অফিসার সাব্বির আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে পাঁচ পথশিশু। ট্রেনের ছাদে খেলার ছলে তারা লাফালাফি করছিল। ট্রেনটি ফেনীতে একটি ফুটওভার ব্রিজ অতিক্রমকালে দুজন শিশু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় আরও এক শিশু।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রেনের ছাদে থাকা অন্য দুই শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজার চেষ্টা চলছে বলে জানান ওসি।


একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি