ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ৩২০ পিস স্বর্ণের বার জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৫ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর সীমান্তে ৩২০ পিস স্বর্ণের বার (প্রায় ৩৭ কেজি) জব্দ করেছে বিজিবি-৬ এর সদস্যরা। বুধবার দুপুরে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। অভিযানের আলামত বুঝতে পেরে ৩ জন পাচারকারী পালিয়ে গেছে।

চুয়াডাঙ্গায়  বিজিবি-৬ এর পরিচালক লে. ক. ইমাম হাসান গণমাধ্যমকে জানান, সুলতানপুর ক্যাম্প কমান্ডার বিরেন্দ্র সেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুপুরে বিপুল পরিমাণ স্বর্ণসহ  পাচারকারীরা  ভারতের বিজয়পুর থেকে নাস্তিপুর সীমান্তের বিপরীতে মাথাভাঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে বিরেন্দ্র তার টহল দল নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারী অভিযান বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা ব্যাগ রেখে মাথাভাঙ্গা নদী সাঁতরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া ব্যাগ জব্দ করে এবং ব্যাগের ভেতরে থাকা ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি