ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তিন দফা দাবিতে রুয়েট কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ২৫ এপ্রিল ২০১৮

রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতারসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা অফিস বর্জন করে ধর্মঘট বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলো হল- সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সরিয়ে নতুন গার্ড নিয়োগ এবং ক্যাম্পাসজুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা।

আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান ফটক দিয়ে তালাইমারী মোড় হয়ে পুনরায় প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে আন্দোলনকারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ সময় কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তাফা বলেন, হত্যাকান্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকেই গ্রেফতার ও মামলার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি। অবিলম্বে মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার করতে হবে। মামলার অগ্রগতির বিষয়ে আমাদের অবহিত করতে হবে।

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বলেন, রুয়েট ক্যাম্পাস অরক্ষিত এলাকা। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় খুনিরা হত্যা করে পালিয়ে গেছে যা প্রমাণ করে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা মারাত্মক নিরাপত্তার সংকটে রয়েছেন। বহিরাগতরা অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ নানা অপকর্ম সংঘটিত করে। সবার নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যাপক জোরদার করতে হবে।

ক্যাম্পাসের নিরাপত্তার জোরদারের দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ বলেন, কর্মচারীদের দাবিগুলো যৌক্তিক। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, মামলার তদন্তের বিষয়ে আমার কাছে তথ্য নেই।

উল্লেখ্য, গত সোমবার রাতে রুয়েটের ভিতরে অগ্রণী স্কুলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে ধর্মঘট শুরু করে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন কর্মচারীরা। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি