ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাবা আরিফ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২৬ এপ্রিল ২০১৮

মুন্সিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবা আরিফ নিহত হয়েছে। এসময় ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের দূর্গাবাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় আরিফকে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গজারিয়া যাওয়ার পথে চর হায়দ্রাবাদে হামলা চালায়

আরিফ গ্র“পের লোকজন। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ হয় আরিফ, আহত হয় ২ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ আরিফকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আরিফ অস্ত্র-মাদকসহ ১২ মামলার আসামি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি